বিএনপির হরতাল
গাবতলী থেকে ছাড়েনি দূরপাল্লার বাস

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ০৫:৫১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ০৫:৫১
বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রোববার গাবতলী থেকে বেলা ১১টা পর্যন্ত কোনো বাস ছাড়েনি। কাউন্টার মালিকেরা জানান, যাত্রী সংকটের কারণে আজ একটিও বাস ছাড়তে পারেননি।
তবে জরুরি প্রয়োজনে কিছু যাত্রীকে বাস ছাড়ার বিষযে খোঁজ নিতে দেখা গেছে।
গোল্ডেন লাইনের কাউন্টারের কর্মীরা জানান, এখন পর্যন্ত কোনো বাস ছাড়েনি। তবে বিকেলে যাত্রী পেলে বাস ছাড়তে পারে।
মেহেরপুর যেতে নাদিয়া পরিবহনের কাউন্টারে টিকেট খুঁজছিলেন লোকমান হোসেন (৪৮)৷সঙ্গে ছিল তার স্ত্রী ৷ তিনি বলেন, চিকিৎসার জন্যে ঢাকা এসেছিলেন। এখন বাড়ি যাবেন। হরতাল জেনেও গাবতলী এসেছেন। যদি কোনো বাস ছাড়ে। এই কাউন্টার (নাদিয়া পরিবহন) থেকে বলছে ১২ টায় বাস ছাড়বে। কিন্তু যাত্রী তো দেখছি না। আদৌ ছাড়বে কিনা টিকেট কেটে যদি বিপদে পড়ি । কাউন্টারের একজন কর্মীকে ফোনে কারও সাথে বাস ছাড়ার বিষয়ে কথা বলতে দেখা যায়। পরে তিনি সহকর্মীকে জানান, বিকেলের পর বাস ছাড়তে পারে।
- বিষয় :
- বিএনপির হরতাল
- গাবতলী
- বাস
- যাত্রী সংকট