ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২ ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে আরেক বাসে আগুন

গুলিস্তানে আরেক বাসে আগুন

হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে বাসে আগুন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ | ১৩:৩৬ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ১৪:০৭

দুই ঘণ্টার ব্যবধানে রাজধানীর গুলিস্তানে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, মঙ্গলবার বেলা ১২টা ১৮ মিনিটে বাসটিতে আগুনের খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট সেখানে যায়। ১২টা ৩৪ মিনিটে আগুন নিভিয়ে ফেলেন অগ্নি নির্বাপণকর্মীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।  

এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। 

১১তম ধাপে বিএনপির ৩৬ ঘণ্টা অবরোধের প্রথম দিন মওলানা ভাসানী স্টেডিয়ামের পাশে পাতাল মার্কেট সংলগ্ন সড়কে বাসটিতে আগুন দেওয়া হয়। 

আরও পড়ুন

×