ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

তেজগাঁওয়ে ট্রেনে আগুনের ঘটনায় মামলা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩ | ১০:৪১ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৩ | ১১:৩৮

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এ মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানায় ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি জানান, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ৩০২ ধারায় দাবী মামলা করেছেন। 

মঙ্গলবার ভোর ৫টায় ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে চার যাত্রী নিহত হন। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি, তার শিশুসন্তান ইয়াসিন ও নেত্রকোনার আবদুর রশিদ ঢালী।

আরও পড়ুন

×