কারওয়ান বাজারে মোল্লাবাড়ি বস্তিতে আগুন

প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ | ০৩:২৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ | ০৬:৪৮
রাজধানীর কারওয়ান বাজারের মোল্লাবাড়ি বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার রাত আড়াইটার দিকে এই আগুন লাগে বলে জানা গেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যুক্ত হয়ে ১৩টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেননি এই কর্মকর্তা।
- বিষয় :
- বস্তিতে আগুন