ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

মিরপুরে ঝিলপাড় বস্তিতে আগুন

সোমবার দুপুর একটার দিকে আগুনের ঘটনা ঘটে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:৪৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:৩৩

রাজধানীর মিরপুর ১২ নম্বরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর একটার দিকে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়ে বলেন, খবর পেয়ে ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয় বলে জানিয়েছে আইএসপিআর। 

এখন পর্যন্ত আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন

×