ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জাকাতের খাতভিত্তিক বণ্টনকে অগ্রাধিকার দিতে হবে

সেমিনারে বক্তারা

জাকাতের খাতভিত্তিক বণ্টনকে অগ্রাধিকার দিতে হবে

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৪৩

রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে ‘আর্থ-সামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। 

গত শনিবার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান। 

তিনি বলেন, জাকাতের খাতভিত্তিক বণ্টনকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনার ক্ষেত্রে জাকাত দাতার পরামর্শও আমলে নেয়া দরকার। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটিএন বাংলার ইসলামিক ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আ.ন.ম রশীদ আহমাদ। তিনি বলেন, জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমেই কেবল সমাজ ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে আনা সম্ভব। রাষ্ট্রের পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন বিশ্বস্ত উদ্যোগের মাধ্যমেও এর সুফল পৌঁছানো যায়। 

বিশেষ অতিথির বক্তব্যে মদিনাতুল উলুম মডেল বয়েজ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক  রাসূল (সা.) এর জাকাতভিত্তিক সমাজ ব্যবস্থার চিত্র এবং প্রাতিষ্ঠানিকভাবে জাকাত সংগ্রহ ও বিতরণের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক রুহুল আমিন, মাওলানা আব্দুস সালাম, ব্যরিস্টার এম সরওয়ার হোসেনসহ অর্ধশতাধিক শিক্ষাবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সভাপতির বক্তব্যে ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান ফাউন্ডেশনের জাকাত ব্যবস্থাপনার কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে তাদের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি।
 

আরও পড়ুন

×