বনানীতে নির্মাণাধীন ভবনে আগুন

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৪ | ১৫:৪৪ | আপডেট: ০৭ মার্চ ২০২৪ | ১৭:৪২
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিটের চেষ্টায় তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
- বিষয় :
- রাজধানী
- আগুন
- ফায়ার সার্ভিস
- বনানী