ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উত্তরার খাজানা রেস্টুরেন্ট বন্ধ করল রাজউক

উত্তরার খাজানা রেস্টুরেন্ট বন্ধ করল রাজউক

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ১৪:১১ | আপডেট: ১০ মার্চ ২০২৪ | ১৪:১৩

রাজধানীর উত্তরায় বাণিজ্যিক প্লটে অবৈধভাবে নির্মিত খাজানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় কোনো সংস্থার অনুমোদন না পাওয়ায় রেস্টুরেন্টসহ একতলা ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

রোববার সকাল ১১টায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান উত্তরার রেস্টরেন্টগুলোতে অভিযান শুরু করেন। বিকেল ৪টা পর্যন্ত অভিযান চলবে।

রাজউক কর্মকর্তারা জানান, একতলা এই রেস্টুরেন্টটি রাজউকের বাণিজ্যিক প্লটে নির্মিত। এর পার্শ্ববর্তী বহুতল ভবনগুলোতে আগুন লাগার শঙ্কা থেকেই রাজউক সেখানে অভিযান চালায়। অভিযানকালে প্রতিষ্ঠানটির মালিক কোনো বৈধ দলিল কিংবা ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি। এ সময় কিচেন থাকা পাশ্ববর্তী প্রতিষ্ঠানগুলোতেও অভিযান চালানো হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, খাজানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার ভবনের নকশা দেখাতে পারেনি। এ ছাড়া এই ভবনে রেস্টুরেন্ট পরিচালনার অনুমোদন নেই। রেস্টুরেন্টের নামে সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্সও নেই।

তিনি আরও বলেন, তাদের ত্রুটি সংশোধনের করে নিয়মের মধ্যে আসতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোনো কার্যক্রম চালাতে পারবে না রেস্টুরেন্টটি। অভিযানের পর ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

আরও পড়ুন

×