ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘আর সহ্য করতে পারছি না’ বলে ছাদ থেকে লাফ দেয় রিফাত

‘আর সহ্য করতে পারছি না’ বলে ছাদ থেকে লাফ দেয় রিফাত

ছবি: ফাইল

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ | ২০:৩১ | আপডেট: ১৮ মার্চ ২০২৪ | ২০:৪৩

রাজধানীতে একটি সাত তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আরিফুল ইসলাম রিফাত (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে বংশালের সিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরিফ ওই এলাকার বাসিন্দা। তিনি নবাবপুরের এক দোকান কর্মচারী ছিলেন।

মৃতের বাবা আবুল হাসনাত ও মা কুলসুম বেগম জানান, বেশ কয়েক বছর ধরে আফজাল নামের এক ব্যক্তির কাছে টাকা দিয়ে ফ্ল্যাট কিনে রিফাত। ৬ বছর আগে ফ্ল্যাট কিনলেও বুঝে পায়নি, গ্যাস, পানি ও বিদুতের সংযোগ পায় না। বছর খানেক আগে পানি ও গ্যাস সিলিন্ডার বুঝে পেলেও, বিদ্যুতের সংযোগ দিচ্ছিল না তারা। এ নিয়ে আমজাদ দেব দিচ্ছি বলে যাচ্ছেন। কিন্তু দিচ্ছেন না। 

এ নিয়ে আজ সোমবার দুপুরে আফজালকে ফোন করে রিফাত। কিন্তু তিনি না এসে তার ভাই ইকবালকে পাঠান। ইকবাল জানান, এখন বিদুৎ সংযোগ দিতে পারবেন না। 

রিফাতের বাবা অভিযোগ করে বলেন, ফ্লাট কেনার পর ৫ বছর ধরে আমার অসুস্থ মা আঙ্গুরা বেগমকে নিয়ে কষ্ট করে আসছি। বছর খানেক আগে পানি সংযোগ ও গ্যাস সিলিন্ডার দেন। কিন্তু বিদুৎ সংযোগ দিচ্ছেন না। অথচ শুরু থেকে পুরো ভবনটিতে সব ফ্ল্যাটেই সংযোগই রয়েছে। 

নিহতের বাবা আরও বলেন, রিফাত আফজাল ও তার ভাই ইকবালের সঙ্গে অনুনয়-বিনয় করে আজ দুপুরেও বিদুৎ সংযোগের কথা বলে। কিন্তু তারা জানিয়ে দেয়, এখন পারবে না। পরে ছেলে বলে ‘আর সহ্য করতে পারছি না’, এ কথা বলে দৌঁড়ে ছাদের দিকে বের হয়ে যায়। পরে গিয়ে দেখি, সে ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছে। গুরুতর আহতাবস্থায় রিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৩টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ছুটে আসেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন। তিনি জানান, মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। মৃতের পরিবারে অভিযোগগুলো আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি লাফিয়ে পড়ে মারা গেছেন।

আরও পড়ুন

×