ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উত্তরা পাসপোর্ট অফিসের ৭ দালালের কারাদণ্ড

উত্তরা পাসপোর্ট অফিসের ৭ দালালের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪ | ২০:৩২

রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

দণ্ডিতদের মধ্যে ফিরোজ আলম স্বপন, মোতালেব হোসেন, জিয়াদ রহমান আয়স ও ফিরোজ আলমকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সেইসঙ্গে মোহাম্মদ মিনহাজ হোসেন শান্ত ও স্বপন হোসেনকে ১৫ দিন ও মোহাম্মদ মাহিনুল ইসলাম স্মরণকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

র‍্যাব–১ এর গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজাহারুল ইসলাম। তিনি অবৈধ পন্থায় পাসপোর্ট করায় জড়িত থাকায় দালাল চক্রের সক্রিয় সাত সদস্যকে সাজা দেন। 

আরও পড়ুন

×