যথাযথ স্বাস্থ্যসেবা না পাওয়ায় ডেঙ্গুতে মৃত্যুহার বেশি: তাপস

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ০৪:৫৪
যথাযথ স্বাস্থ্যসেবা না পাওয়ায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর মৃত্যুহার বেশি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গতকাল বুধবার রাজধানীর ধানমন্ডির ভূতের গলি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ মন্তব্য করেন।
ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুহার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, আমরা স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ এ বিষয়ে একটি সভা করেছি। গত বছর মৃত্যুর হার খুবই বেড়ে গিয়েছিল। সে ক্ষেত্রে আমরা বলেছি, স্বাস্থ্যসেবাকে আরও নিশ্চিত করতে হবে। কারণ গত বছর আক্রান্ত হওয়ার পর অনেক রোগীকে হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে দেখা গেছে, সেই রোগীর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এতে করে মৃত্যুহার বেড়ে যায়।
ফজলে নূর তাপস বলেন, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বেই। বিশেষ করে, যেসব দেশে মৌসুমি বৃষ্টিপাত হয় এবং বর্ষাপ্রবণ অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এডিস মশা বেশি হয়। সেসব দেশের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে আমরা দেখেছি, তাদের তুলনায় আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, দেশে মৃত্যুহার অনেক বেশি। তাহলে বোঝা যাচ্ছে, আমাদের রোগীরা স্বাস্থ্যসেবাটা সঠিকভাবে পাচ্ছে না।
পরে মেয়র ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাবুলের সৌজন্যে ওয়ার্ডের আওতাধীন ২১টি মসজিদের ১৫০ জন ইমাম, মুয়াজ্জিন, খতিব ও খাদেমের মাঝে ২৪ ধরনের ইফতারসামগ্রী বিতরণ করেন। এ ছাড়া শ্যামপুর এলাকায় ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদের সৌজন্যে ওয়ার্ডের ২ হাজার ৫০০ বাসিন্দার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. আওলাদ হোসেন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, যুগ্ম সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- শেখ ফজলে নূর তাপস