ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের ইফতার মাহফিল

গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের ইফতার মাহফিল

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪ | ২২:১৫ | আপডেট: ২২ মার্চ ২০২৪ | ২৩:০১

রাজধানীর তেজগাঁওয়ে গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটর অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হা-মীম গ্রুপের টাইমস মিডিয়া ভবনের ক্যান্টিনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া রিপোর্টাস অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক সমকাল অনলাইনের প্রধান প্রতিবেদক যাকারিয়া ইবনে ইউসুফ। 

অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক যায়যায়দিন পত্রিকার ভিডিও এডিটর রাফিদ বিল্লাহ এবং সমকালের ভিডিও এডিটর সুজন শর্মা। ইফতার মাহফিলটি প্রবাস জার্নালের সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে সংগঠনের নানা দিক আলোচনা করা হয় এবং পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এরপর সংগঠনের সব সদস্যদের মতামত এবং পরামর্শ নেয়া হয়।  

প্রধান অতিথির বক্তব্যে যাকারিয়া ইবনে ইউসুফ বলেন, সাংবাদিকতায় নতুন ধারার সৃষ্টি করেছে মাল্টিমিডিয়া বা ডিজিটাল জার্নালিজম। ভিডিও এডিটররা এই সেক্টরের প্রাণ। আশাকরছি গণমাধ্যমে কর্মরত ভিডিও এডিটরদের পাশে এই সংগঠন ঢাল হিসেবে কাজ করবে। 

তিনি সংগঠনের সদস্যদের সাধুবাদ জানান এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাফিদ বিল্লাহ (যায়যায়দিন), সুজন শর্মা (সমকাল), সুমন হায়দার (যায়যায়দিন), জহিরুল ইসলাম (ডিবিসি), জুয়েল মাহমুদ (স্পোর্টস নিউজ), আব্দুর রহিম (নয়া শতাব্দী), শাকিল (নয়া শতাব্দী), জারজিস (নয়া শতাব্দী), গোপাল (যমুনা টিভি), আবিদ (নয়া শতাব্দী), রাসেল (আমার সংবাদ), নজরুল (প্রজন্ম নিউজ), আশিক (সমকাল), ইসমাইল (কাজী অ্যাগ্রো. টিভি) প্রমুখ।

আরও পড়ুন

×