ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজরা আগে হাঁটত রাস্তার পাশ দিয়ে, এখন মাঝখান দিয়ে

দুর্নীতিবাজরা আগে হাঁটত রাস্তার পাশ দিয়ে, এখন মাঝখান দিয়ে

র‍্যাক এর স্মরণিকা ‘সুপথ’ এর মোড়ক উন্মোচন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪ | ২০:৩০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, আগে দুর্নীতিবাজরা সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে রাস্তার এক পাশ দিয়ে চলত। এখন তারা রাস্তার মাঝখান দিয়ে চলে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিলনায়তনে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) স্মরণিকা ‘সুপথ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন দুদক কমিশনার মোছা. আছিয়া খাতুন, দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। সভাপতিত্ব করেন র‍্যাক সভাপতি জেমসন মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন র‍্যাক সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদ। 

দুদক চেয়ারম্যান বলেন, দুদকের ১১টি কাজের মধ্যে অভিযোগ অনুসন্ধান ও তদন্ত সংক্রান্ত পাঁচটি এবং দুর্নীতি প্রতিরোধের জন্য ছয়টি কাজ রয়েছে। কমিশন তার সাধ্যমত চেষ্টা করছে দুর্নীতি রোধ করতে। এ ক্ষেত্রে গণমাধ্যম কমিশনকে সহায়তা করতে পারে। 

মঈনউদ্দীন আবদুল্লাহ আরও বলেন, দুর্নীতিবিরোধী কাজে দুর্নীতিবাজদের সঙ্গে নেওয়া যাবে না। র‍্যাক প্রকাশিত স্মরণিকাটি দুর্নীতিবিরোধী কাজেরই অংশ। এ প্রকাশনার সঙ্গে কাদেরকে সঙ্গে নেওয়া হবে, কাদেরকে সঙ্গে নেওয়া হবে না– এটা বিবেচনা করা প্রয়োজন। এই স্মরণিকা প্রকাশে দুর্নীতিবাজদেরই যদি সহায়তা নেওয়া হয় তাহলে আপনাদের শ্রম কতোটুকু মহৎ হবে, সার্থক হবে– এই বিষয়ে চিন্তা-ভাবনা করতে হবে। সমাজে দুর্নীতিকে এখন দুর্নীতি হিসেবে বিবেচনা করা হয় না– এটাই বড় সমস্যা। এই অবস্থা থেকে উত্তরণের ব্যবস্থা করতে হবে। 

দুদক কমিশনার মোছা. আছিয়া খাতুন বলেন, সমাজের খারাপ লোকদের চেনা ও চেনানো জরুরি হয়ে পড়েছে। আগে একজন অসৎ মানুষকে দেখলে বলা হতো- ওই মানুষটি অসৎ। তখন অনেকের মাঝে অসৎ হিসেবে একজনকে পাওয়া যেত। এখন একজন সৎ মানুষ দেখলে বলা হয়, ওই মানুষটা সৎ। 

কমিশনার আরও বলেন, দুর্নীতির প্রতিবেদনগুলোতে পরিপূর্ণ, যৌক্তিক, গবেষণাধর্মী পর্যাপ্ত তথ্য থাকতে হবে। একটি প্রতিবেদন দেখে মানুষ যাতে তাদেরকে (অসৎ) মিলিয়ে নিতে পারে। কারণ সমাজের খারাপ লোকদের চেনা খুব জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুন

×