ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি-ডিএমপি কমিশনার

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি-ডিএমপি কমিশনার

নামাজ শেষে কোলাকুলি করেন আইজিপি। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ১০:১৩

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদের জামাত শুরু হয়। রাজারবাগে জামাতের ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না। দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

নামাজ শেষে আইজিপি ও কমিশনার রাজারবাগ পুলিশের বিভিন্ন ব্যারাক পরিদর্শন করেন। পরে ফোর্সের সঙ্গে নাস্তায় অংশগ্রহণ করেন তিনি।

পুলিশের ঈদের প্রধান জামাতে পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর পুলিশ (কমিশনার) হাবিবুর রহমান অংশ নেন। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও টুরিস্ট পুলিশ প্রধানসহ ইউনিট প্রধানরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

নামাজে আরও অংশগ্রহণ করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ড. খন্দ.  মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি প্রধান) মো আসাদুজ্জামানসহ ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

আরও পড়ুন

×