ভাষানটেকে দগ্ধ শিশু লামিয়ার মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ১১:২০
রাজধানীর ভাষানটেক এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ শিশু লামিয়া (৭) মারা গেছে। আজ শুক্রবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ চারজনের মৃত্যু হলো।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, শরীরের ৫৫ ভাগ পুড়ে যাওয়ায় শুরু থেকেই তার অবস্থা ছিল সঙ্কটাপন্ন। বৃহস্পতিবার রাত থেকে তার অবস্থার আরও অবনতি হতে শুরু করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে সে মারা যায়।
এর আগে একই ঘটনায় দগ্ধ লামিয়ার মা সূর্য বানু, বাবা লিটন মিয়া ও নানী মেহেরুন্নেছা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন লামিয়ার বড় বোন লিজা (১৮) ও ভাই সুজন (৮)। তারাও শঙ্কামুক্ত নন।
গত শুক্রবার ভোরে ভাষানটেক নতুন বাজারের কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। তাতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।
- বিষয় :
- দগ্ধ হয়ে মৃত্যু
- আগুন
- শিশু