‘হিট অফিসারের পরামর্শে’ রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ

ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ১৮:১৮
তীব্র দাবদাহে চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে ৩৫ হাজার রিকশাচালকের মাঝে ছাতা বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি তাদের একটি করে পানির বোতল এবং ১২ প্যাকেট খাবার স্যালাইনও দেওয়া হয়।
রোববার গুলশানে উত্তর সিটি করপোরেশনের নগর ভবনের সামনে মেয়র মো. আতিকুল ইসলাম এসব উপকরণ বিতরণ করেন।
আতিকুল ইসলাম বলেন, রিকশাচালকদের স্বাস্থ্য সুরক্ষা দিতে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাথমিকভাবে উত্তর সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী নিবন্ধিত রিকশা চালকদের ছাতাসহ এসব উপকরণ দেওয়া হয়েছে। পরবর্তীতে নিবন্ধন নেই এমন রিকশার চালকদের ছাতা দেওয়া হবে। ঢাকার চিফ হিট অফিসারের পরামর্শে এই কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, তীব্র দাবদাহে রিকশাচালক ভাইদের খুব কষ্ট হয়। প্রচণ্ড রোদে তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তার পুরো পরিবার বিপদে পড়বে। রোদের কারণে তারা যদি রিকশা চালাতে না পারে, তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের পরিবার চলতে পারবে না। অনেক রিকশাচালকের দৈনিক আয়ের ওপর তার পরিবার চলে। তাই তীব্র দাবদাহে তাদের কষ্টের কথা চিন্তা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটানোর কাজটি চলমান থাকবে। পার্কগুলোতেও পানি স্পে করা হবে। যদিও পার্কে স্প্রে করার কাজটি ব্যয়বহুল। আমি আহ্বান জানাচ্ছি, কেউ চাইলে সহযোগিতা করতে পারেন। কেউ ছাতা দিতে চাইলে আমাদের সহযোগিতা করতে পারেন। অনেক কোম্পানি অথবা ব্যক্তি এগিয়ে আসতে পারেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গত বছর ৮০ হাজার গাছ লাগিয়েছি। এ বছর আরও ১ লাখ ২০ হাজার গাছ লাগাব। কিছু কিছু জায়গায় কিছু গাছ মারা গেছে। আসলে আমাদের আগে গাছের পরিচর্যার জন্য মালি ছিল না। কিন্তু ৪৭ জন মালি, ৩ জন সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়াধীন। মালি নিয়োগ হয়ে গেলে পরিচর্যা জোরদার করা হবে। আমি নগরবাসীকেও অনুরোধ করছি গাছগুলো দেখে রাখার জন্য। সিটি করপোরেশন পরিচর্যা করছে। পাশাপাশি নগরবাসী যার যার বাড়ির সামনে, দোকানের সামনে যে গাছগুলো আছে সেগুলোর যত্ন নিবেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন।