পরিবেশ দূষণ
পুষ্টি ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারীর কারখানা বন্ধ করল পরিবেশ অধিদপ্তর

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৪ | ১৯:৪৪
পরিবেশ দূষণের দায়ে রাজধানীর অন্যতম মিস্টি, বেকারি পণ্য উৎপাদনকারী ও সরবরাহকারী ‘পুষ্টি ডেইরি ফার্ম সুইটস অ্যান্ড বেকারী’র কারাখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার একটি অভিযোগ নিষ্পত্তি করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী এই আদেশ দেন।
আদেশে বলা হয়, ‘পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপন করে কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিষ্ঠানের উল্লিখিত কার্যক্রম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং এর ক্ষতিপূরণ আদায়যোগ্য।’
পরিবেশ অধিদপ্তর সুত্রে জানায়, মেরূল বাড্ডার ডিআইটি প্রজেক্ট আবাসিক এলাকায় এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানির ঢাকার ৫ জায়গায় মিস্টি ও বেকারিজ পণ্যে বিক্রিয়ের আউটলেট রয়েছে। প্রতিষ্ঠানটির শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন। বছরে অর্ধ শত কোটি টাকার বেশি ব্যবসা করে প্রতিষ্ঠানটি।
- বিষয় :
- পরিবেশ দূষণ
- পরিবেশ অধিদপ্তর