ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি ১৭-২০ গ্রেডের কর্মচারী সমিতির

সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি ১৭-২০ গ্রেডের কর্মচারী সমিতির

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৪ | ২৩:৩০

সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমিতির নেতাকর্মীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে নেতারা যে দাবিগুলো তুলে ধরেন, তা হলো- বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সর্বনিম্ন বেতন ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। আউটসোর্সিং ও ইডি প্রথা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। ডাক বিভাগের ইডি কর্মচারীসহ সব আউটসোর্সিং কর্মচারীকে রাজস্বখাতে স্থানান্তর করতে হবে এবং প্রধানমন্ত্রীর ২০১৫ সালে ঘোষণা অনুযায়ী সব সরকারি কর্মচারীর ব্লক পোস্ট বাতিল করতে হবে। সচিবালয়ের মতো সব দপ্তর-অধিদপ্তরে ১৭-২০ গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড দিতে হবে এবং অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে। কর্মরত কর্মচারীদের প্রতি ৫ ব্ছর পরপর উচ্চতর গ্রেড দিতে হবে। পূর্বের ন্যায় শত ভাগ পেনশন উত্তোলনের সুযোগসহ গ্র্যাচুরিটির হার ১ টাকার স্থলে ৫০০ টাকা নির্ধারন করতে হবে এবং ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর কর্তৃক ঘোষিত বেতন স্কেল এক হতে দশ গ্রেড পূর্ণ নির্ধারণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ রেল বিভাগের মতো করে ৪০ শতাংশ পোষ্য কোঠা সংরক্ষণ করতে হবে। পুলিশের মতো রেশন ব্যবস্থা চালু করতে হবে। নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে সমন্বয় করতে হবে। বাড়ি ভাড়া ৮০ শতাংশ, চিকিৎসা ভাতা ৩ হাজার টাকা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা, টিফিন ভাতা ১ হাজার ৫০০ টাকা ও ধোলাই ভাতা ১ হাজার টাকা করতে হবে।

মানবন্ধনে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহা. নূর আলম বক্তব্য দেন। ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×