ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মদপান করে রাস্তায় অস্বাভাবিক আচরণ, গ্রেপ্তার ২ তরুণী

মদপান করে রাস্তায় অস্বাভাবিক আচরণ, গ্রেপ্তার ২ তরুণী

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ০০:৪৪

মদপান করে রাস্তায় অস্বাভাবিক আচরণের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে দুই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মধ্য রাতে ১১ নম্বর সেক্টর থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

তারা হলেন– সিমা ওরফে প্রিয়া (২৫) ও মনি (২৩)। শনিবার তাদের আদালতে পাঠানো হয়।

এসআই হানিফ উদ্দিন মণ্ডল বলেন, রাত ১টার দিকে দুই তরুণী জমজম টাওয়ারের সামনের সড়কে চলাচলকারীদের গতিরোধ করে চিল্লাচিল্লি করছিলেন। তারা মদ্যপ অবস্থায় ছিলেন। এক তরুণকে মারধর করে রক্তাক্ত করেন তারা। এ সময় পুলিশের গাড়ি থামালে গাড়ির সামনে গিয়ে অস্বাভাবিক আচরণ করেন। একপর্যায়ে হাত দিয়ে গাড়িতে আঘাত করতে থাকেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় তারা ভাড়া থাকেন।

আরও পড়ুন

×