এসি বিস্ফোরণে শিশুসহ পরিবারের চারজন দগ্ধ

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৪ | ২২:৪৫
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। তারা হলেন– রক্সি আক্তার, তাঁর বাবা আবদুল মান্নান, বোন ফুতু আক্তার ও তিন বছরের ছেলে আয়ান। সোমবার রাতে এ ঘটনার পর তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রক্সির শরীরের ৫৫ ভাগ, আয়ানের ৭০ ভাগ, ফুতুর ৫৫ ভাগ ও মান্নানের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
রক্সির দেবর আহমেদ মোস্তফা হাসপাতালে জানান, তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। রক্সি ব্রেন টিউমারে আক্রান্ত। চিকিৎসার জন্য তিনিসহ পরিবারের সদস্যরা ঢাকায় আসেন। বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় সাবলেট হিসেবে ওঠেন তারা। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে গত ৬ জুন রক্সির অস্ত্রোপচার হয়। এরপর তারা বাসাতেই ছিলেন। সোমবার সন্ধ্যায় সেখানে বিদ্যুৎ চলে যায়। তখন ঘরে এসি চালানো ছিল। পরে বিদ্যুৎ এলে এসির বিস্ফোরণ ঘটে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাদের বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।