ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বাড়তি ভাড়া

আজও রাজধানী ছাড়ছে মানুষ

আজও রাজধানী ছাড়ছে মানুষ

যাত্রীবাড়ী বাস কাউন্টারে বাড়ি ফেরা মানুষের ভিড়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ১৬:৩২ | আপডেট: ১৯ জুন ২০২৪ | ১৬:৫৬

বিভিন্ন ব্যস্ততা ও ছুটি না থাকায় যারা পরিবার ছাড়া রাজধানীতে ঈদ করেছেন, তাদের বেশিরভাগ মানুষ এখন পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা ছাড়ছেন। বুধবার সকালে রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড় ও যাত্রীবাড়ীর বাস কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়। অনেক সময় ধরে অপেক্ষার পরেও মিলছে না বাস, সেইসঙ্গে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তো রয়েছেই।

যাত্রাবাড়ী বাস কাউন্টারে কথা হয় শফিকুর রহমান নামে এক যাত্রী সঙ্গে। তিনি বলেন, আমি ঢাকায় একটি কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করি। ঈদে ছুটি না থাকায় এখন বাড়ি যেতে হচ্ছে। যাব শরীয়তপুরের নড়িয়ায়। ঈদের আজ তৃতীয় দিন, তবুও বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। অন্য সময়ে ২৫০ টাকা দিয়ে যেতাম এখন ৫০০ টাকা চাচ্ছে। আমাদের কিছু করার করার নেই, তাদের কাছে আমরা জিম্মি। এখন বাধ্য হয়ে বাড়ি যেতে হবে।

তার মতো একই অভিযোগ ঢাকা উত্তর সিটিতে কাজ করা বিল্লাল হোসেনের। তার অভিযোগ, পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে যাবেন গ্রামের বাড়ি ফরিদপুরে। কিন্তু কাউন্টারে এসে দেখেন ৪০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত। তিনি বলেন, ৪০০ টাকার ভাড়া ঈদ উপলক্ষে সর্বোচ্চ ৫০০ টাকা করা যেত, কিন্তু যে ভাড়া নেওয়া হচ্ছে তাতে আমাদের সঙ্গে জুলুম করা হচ্ছে।

শাহানা আক্তার নামে আরেক যাত্রী বলেন, শশুরবাড়ি ঢাকায় হওয়ায় স্বামী সন্তান নিয়ে এখানে ঈদ করেছি। এখন বাবার বাড়ি বরিশালে যাব। সকাল ৯টায় বাস কাউন্টারে এসেছি, এখনও কোনো গাড়ি পাইনি। তবে কাউন্টার থেকে ভাড়া বলছে ৮০০ টাকা। যদিও অন্য সময়ে ৫৫০ টাকা দিয়ে যেতাম। এ অবস্থায় কাউন্টারে সন্তানদের নিয়ে দাঁড়িয়ে আছি, খুব অস্বস্তিও লাগছে।

যাত্রীদের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেন গোল্ডেন লাইন পরিবহনের ম্যানেজার মামুন। তিনি বলেন, আমরা স্বাভাবিক নিয়মে ভাড়া নিচ্ছি, কিছু যাত্রীরা আপনাদের মিথ্যা তথ্য দিচ্ছে। 

ভিন্ন কথা বলেন শরীয়ত সুপার সার্ভিসের পরিচালক বাবুল সিকদার। তিনি বলেন,  ঈদের আগের মতো যাত্রীদের চাপ রয়েছে আজও। রাস্তায় জ্যাম থাকার কারণে গাড়ি সঠিক সময়ে আসতে পারছে কাউন্টারে। অন্য ঈদের তুলনায় এবার গাড়ি কম রাখার নির্দেশনা রয়েছে কাউন্টারে। বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে গাড়ি ছাড়লেও আসার সময় সিট খালি নিয়ে আসতে হয়। বিভিন্ন সময় লোকসানও গুণতে হয়, সেজন্য কিছুটা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়া কবে থেকে কমবে এমন প্রশ্নে তিনি জানান, শনিবার থেকে ভাড়া স্বাভাবিক হবে। আগের নিয়মে ভাড়া দেবেন যাত্রীরা।

আরও পড়ুন

×