ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাকার সড়কে স্কুলছাত্রসহ প্রাণ গেল ৩ জনের

ঢাকার সড়কে স্কুলছাত্রসহ প্রাণ গেল ৩ জনের

ঈদের রাত ও পরদিন পৃথক সড়ক দুর্ঘটনা তিনজন নিহত হন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৪ | ২২:২৪

ঈদের রাত ও পরদিন রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মঙ্গলবার বাড্ডায় মারা যায় সাইকেল আরোহী শিক্ষার্থী শিপু দাস (১৩)। অপর ঘটনায় সোমবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের সড়কে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন প্রাণ হারান। তারা হলেন– রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)।

সংশ্লিষ্টরা জানান, উত্তর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকত শিপু। সে বাড্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার দুপুরে সে ও তার বন্ধু মো. শাকিব সাইকেল নিয়ে বাড্ডার পাঁচতলা বাজার এলাকার দিকে বেড়াতে যায়। দুপুর আড়াইটার দিকে বাড্ডার লুৎফুন টাওয়ারের সামনে একটি রিকশা শিপুর বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনের দাবি, রিকশায় ধাক্কা লাগার পর বাস শিপুকে চাপা দেয়। এতেই তার মৃত্যু হয়। তবে এ বিষয়ে একমত নয় পুলিশ। বাড্ডা থানার ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ওই ছাত্র রিকশার ধাক্কায় আহত হন। সেই সময় আকাশ পরিবহনের একটি বাসকেও ওই পথে যেতে দেখা গেছে। তবে বাসচাপায় তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

মৃত শিপুর বাবার নাম সুশান্ত দাস, মা শীলা রানী। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেখপুরা গ্রামে।

সোমবার মধ্যরাতে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (বিআইসিসি) সামনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। 

কাফরুল থানার এসআই জহিরুল ইসলাম জানান, প্রাইভেটকার নিয়ে বেড়াতে বের হয়েছিলেন পাঁচ বন্ধু। বিভিন্ন এলাকায় বেড়ানো শেষে বিআইসিসি ক্রসিং দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং উল্টে যায়। গুরুতর অবস্থায় আরোহীদের ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাব্বী ও রাসেলকে মৃত ঘোষণা করেন। রাব্বী পেশায় ব্যবসায়ী। মিরপুরের মাজার রোডে থাকতেন। তাঁর বাবার নাম সেলিম রেজা। তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। রাসেল থাকতেন মিরপুর ১ নম্বর কলোনিতে। তিনি মোটরসাইকেল গ্যারেজের মালিক। তাঁর বাবার নাম জাকির হোসেন। 

পুলিশের ধারণা, ঈদের পরদিন রাতে ফাঁকা ঢাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। আহত রাতুল, সাগর ও বিপ্লবকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
 

আরও পড়ুন

×