ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে ট্রেনে শিশুর পা বিচ্ছিন্ন

মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে ট্রেনে শিশুর পা বিচ্ছিন্ন

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ০৫:১৯

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া (১০) নামের এক শিশুর পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে খিদমাহ হাসপাতালের সামনের রেল লাইনে এ ঘটনা ঘটে। সে মায়ের চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকায় এসেছিল।

রাবেয়ার বাড়ি ঝালকাঠির রাজাপুর থানার চরহাইলা কাঠি গ্রামে। গ্রামের একটি স্কুলে তৃতীয় শেণিতে পড়ে। বাবা রফিক মোল্লা কৃষক।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাম পা বিচ্ছিন্ন ও ডান পা থেতলে গেছে।

ঢাকা রেলওয়ে থানার এসআই এসএম রাকিবুল হক বলেন, আহত রাবেয়ার মা মুন্নি বেগম ঝালকাঠি থেকে চিকিৎসার জন্য শুক্রবার ঢাকায় এসে দক্ষিণ বনশ্রীর বড় বোনের বাসায় ওঠেন। গতকাল সন্ধ্যায় শান্তিবাগে ডাক্তার দেখানো শেষে মেয়ে ও বোনকে নিয়ে বাসায় ফিরছিলেন মুন্নি। খিলগাঁও খিদমাহ হাসপাতালের পাশে রিকশা থেকে নেমে রাবেয়া হাত থেকে ছুটে রেললাইন পার হতে গেলে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে শিশুটির বাম পা কাটা পড়ে ও ডান পা থেতলে যায়। 

আরও পড়ুন

×