একিউআই ইনডেক্সের তথ্য
বর্ষাকালে উন্নত হচ্ছে ঢাকার বায়ুমান

প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ১৩:২৬ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ১৪:৪৯
রাজধানীতে আজ রোববারের বাতাসকে ‘মধ্যম’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হচ্ছে, ঢাকার বায়ুর মান গত কয়েকদিন ধরে ‘মধ্যম’ অবস্থা বিরাজ করছে, যা নগরবাসীকে আগের চেয়ে ভাল পরিবেশ উপহার দিয়েছে। বর্ষাকালে বায়ুমানের এই উন্নতি দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। এ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা, চিলির সান্তিয়াগো এবং ভারতের দিল্লি যথাক্রমে ২০১, ১৮৬ ও ১৬০ স্কোর নিয়ে তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এই শহরের বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে উন্নত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বায়ু দূষণে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক সাত মিলিয়ন লোকের মৃত্যু ঘটে। বায়ুর দূষণ প্রধানত স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী বাধা পালমোনারি রোগ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ ডেকে আনে। এজন্য মৃত্যুর হার বৃদ্ধির পাচ্ছে।
ঢাকায় গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। জানুয়ারির মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।