বগুড়ায় লোকাল ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ৩ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ

গাবতলীতে লাইনচ্যুত ট্রেনের বগি
বগুড়র ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ০৯:১৪
বগুড়ার গাবতলীতে কলেজ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরের কয়েকটি জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রোববার রাত পৌনে ৯টার দিকে গাবতলী রেলস্টেশনের প্রবেশমুখে ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। রাত রাত ১২টায় বগিগুলো সরানো হয়।
বগুড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু জানান, রোববার রাত সোয়া ৮টায় সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেন নামের লোকাল ট্রেনটি বগুড়া রেলস্টেশন থেকে বোনারপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি গাবতলী স্টেশনে প্রবেশ করার আগেই পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, রাত পৌনে ১২টার দিকে বগিগুলোকে সরিয়ে নেওয়া হয়। তবে বিভিন্ন স্টেশনে আটকা পড়া ঢাকাগামী লালমনি এক্সপ্রেস, সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ও সান্তাহারগামী লোকাল ট্রেনগুলো এখনো ঘটনাস্থল অতিক্রম করেনি। ট্রেন চলাচল করার মতো স্বাভাবিক পরিস্থিতি রয়েছে বলেও জানান তিনি।
- বিষয় :
- ট্রেন লাইনচ্যুত
- দুর্ভোগ
- বগুড়া
- গাবতলী