ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার আনসার আল ইসলামের তিন সদস্য। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ০৬:৫৫

রাজধানীর মহাখালী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারদের মধ্যে আবু বক্কর ওরফে ফাহিমের বিরুদ্ধে ‘মি. বাংলাদেশ’ ছবির পরিচালক খিজির হায়াত খানের ওপর হামলার পরিকল্পনা ও বাসা র‍্যাকি করার অভিযোগ রয়েছে। 

গত মঙ্গলবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সিটিটিসির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। গ্রেপ্তার বাকি দু’জন হলো মামুন হোসেন ও হাসিবুল ইসলাম। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।

বুধবার কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার শেখ ইমরান হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার মামুন জানিয়েছে– সে অনলাইনে মুফতি জসিমউদ্দিন রহমানী ও তামিম আল আদনানির বক্তব্য শুনে উগ্রবাদের জড়িয়েছে। পরে অনলাইনে বিভিন্ন গ্রুপে যুক্ত হয়ে সংগঠনের কাজ শুরু করে। সংগঠনের অন্য সদস্য নাজমুল হাসান ওরফে ওসমান ও আবু কায়সার ওরফে রনির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। 

শেখ ইমরান হোসেন জানান, আনসার আল ইসলামের সক্রিয় সদস্য নাহিদ ফেরদাউস মালয়েশিয়ায় এবং জ্যাক যুক্তরাষ্ট্রে থাকায় তাদের চিহ্নিত করা হয়েছে। মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে থাকার সময় আবু বক্করের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। পরে জামিনে বেরিয়ে আবু বক্করকে সংগঠনের নাহিদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেয়। পরে নাহিদ মালয়েশিয়া থেকে আবু বক্কর এবং যুক্তরাষ্ট্র থেকে জ্যাক সংগঠনে নিয়মিত অর্থ পাঠায়। আবু বক্কর ওই অর্থ সংগঠনের সদস্যদের প্রশিক্ষণসহ হামলার পরিকল্পনার কাজে খরচ করত।

সিটিটিসির কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এর আগে জঙ্গি সংগঠনের অর্থ সংগ্রহকারী গ্রেপ্তার আবু বক্করের নামে ২০১৮ সালে খিলগাঁও এবং ২০১৯ সালে শাহজাহানপুর থানায় মামলা রয়েছে। হাসিবুরের নামেও প্রতারণাসহ পাঁচটি মামলা রয়েছে।

আরও পড়ুন

×