ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শেকৃবিতে চলছে বাংলা ব্লকেড, আগারগাঁও মোড় অবরোধ

শেকৃবিতে চলছে বাংলা ব্লকেড, আগারগাঁও মোড় অবরোধ

ছবি: সমকাল

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ১৪:০২ | আপডেট: ১০ জুলাই ২০২৪ | ১৪:৩৭

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং আগারগাঁও অঞ্চল। সব সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আগারগাঁও ও এর আশেপাশের অঞ্চল অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে জড়ো হন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাস জুড়ে স্লোগান-মিছিল দিয়ে আগারগাঁও মোড়ে জড়ো হয়। পরে কয়েক শতাধিক শিক্ষার্থী আগারগাঁও মোড় অবরোধ করে রাখেন।

এই অবরোধকালীন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কোটার বিরোধিতা করেন। শিক্ষার্থীদের দেওয়া স্লোগান গুলো, ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘উড়ছে পাখি দিচ্ছে ডাক, কোটা প্রথা নিপাত যাক’, ‘যুদ্ধ হবে আরেকবার, করবো কোটা সংস্কার’, ‘কোটা বৈষম্য দূর কর, নইলে বুকে গুলি কর’, ‘আমার দেশ আমার মা, বৈষম্য মানি না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন

×