নগর গবেষণা কেন্দ্রের বার্ষিক বক্তৃতা ও সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ২১:০৪
নগর গবেষণা কেন্দ্রের (সিইউএস) বার্ষিক বক্তৃতা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ৭ নম্বরে বিলিয়া মিলনায়তনে বার্ষিক বক্তৃতা ও সাধারণ সভাটি হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ‘রাজধানী ঢাকার আধুনিকায়নে একজন স্থপতির ভূমিকা’ শীর্ষক বক্তৃতা করেন স্থপতি ইকবাল হাবিব। সভাপতিত্ব করেন নগর গবেষণা কেন্দ্রের সাম্মানিক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন নগর গবেষণা কেন্দ্রের সাম্মানিক সম্পাদক অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া।
পরে শুধু সদস্যদের নিয়ে নগর গবেষণা কেন্দ্রের সাধারণ সভা বসে। এতে সূচনা বক্তব্য দেন নগর গবেষণা কেন্দ্রের সাম্মানিক সম্পাদক অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া। কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন স্থপতি সালমা শফি। পরে আলোচনায় অংশ নেন সদস্যরা। শেষে সভাপতির ভাষণ দেন নগর গবেষণা কেন্দ্রের সাম্মানিক চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম।
- বিষয় :
- নগর গবেষণা কেন্দ্র
- সাধারণ সভা