ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জাতীয় প্রেসক্লাবের সামনে দুই বাসে আগুন

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ২১:১৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ২২:১৯

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৮টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ৮টা ৩৩মিনিটে প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট যায়। রাতে ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

×