অসহযোগ আন্দোলন: যাত্রাবাড়ীতে পাল্টাপাল্টি ধাওয়া

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ১৬:৩৭
সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন বাস্তবায়নে সারাদেশে রাজপথে নেমেছে ছাত্রজতা। কর্মসূচি বাস্তাবায়নে নেমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটেছে।
আজ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। রোববার সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী থেকে রায়েরবাগ এলাকার সড়কে বিক্ষোভকারীদের অবস্থান করতে দেখা গেছে।
যাত্রাবাড়ী থানার সামনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের অবস্থান করতেও দেখা গেছে। বেলা পৌনে একটার দিকে বিক্ষোভকারী ও সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে। পরে সড়ক অবরোধ করা হয়।