সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত ৮০ এসআই-সার্জেন্টের মানববন্ধন

নিয়োগের দাবিতে মানববন্ধন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ২০:০৪
পুলিশের ৪০তম সাব ইন্সপেক্টর ও ২৬তম সার্জেন্ট নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮০ জন প্রার্থী। কিন্তু নিয়োগ পাননি। দ্রুত নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেছেন তারা।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধনের একপর্যায়ে নিয়োগ বঞ্চিতদের ৪ সদস্যের একটি টিম স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং স্মারকলিপি জমা দেন। এসময় তারা দ্রুত নিয়োগের দাবি জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন বলেন জানান বঞ্চিতরা। পরে তারা আজ কর্মসূচি প্রত্যাহার করেন।
আনিছুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের নিয়োগ দেওয়ার বিষয়ে খুবই ইতিবাচক। তিনি আমাদের বলেছেন, আপনারা নিয়োগ পাবেন। আগামীকাল (বুধবার) আমাদের আইজিপির সঙ্গে দেখা করতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার আশ্বাসে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি এবং বুধবার আইজিপির সঙ্গে দেখা করব।’ তিনি আরও বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত, কম্পিউটার টেস্ট এবং ভাইভায় উত্তীর্ণ হয়েছিলাম আমরা। প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তও হই। কিন্তু আমাদের নিয়োগ দেওয়া হয়নি।’