ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজীপুরের কাশিমপুর কারাগার (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ১২:৩৯

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম এমদাদুল হক। 

রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছিলেন তিনি। 

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সারাদেশে অস্থিরতা ও সহিংসতার মধ্যে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ‘বিদ্রোহের সময়’ দেয়াল টপকে ওই দিন ২০৯ বন্দি পালিয়ে যান। ওই সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ছয়জন নিহত হন। 

বন্দিদের ‘বিদ্রোহের’ সময় গোলাগুলি ঘটনাও ঘটে। সকাল ৬টা থেকে কারাগারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে হেলিকপ্টারে করে শতাধিক সেনাবাহিনীর সদস্য কারাগারের ভেতরে নেমে প্রধান গেটসহ কারাগারের সব গেট নিয়ন্ত্রণে নেয়। সকাল ১০টার পর কারাবন্দিদের স্বজনরা প্রধান গেটে এসে জড়ো হতে থাকে। সেনাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে উত্তেজনা থামানোর চেষ্টা করেন। কারাগার এলাকায় কয়েকটি হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে।
 

আরও পড়ুন

×