ভোটাধিকার চান প্রবাসী বাংলাদেশিরা

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:২৫
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে প্রবাসী অধিকার আন্দোলন। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। পাশাপাশি তারা নির্বাচন অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের ভোটাধিকার পদ্ধতি সহজ ও স্মার্ট করারও আহ্বান জানান।
বিশ্বের ১৫৭টি দেশে দেড় কোটির বেশি বাংলাদেশির অবস্থান। নির্বাচন কমিশনের তথ্যমতে, দেশে মোট ভোটার ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এ ভোটারের ১৩ শতাংশ বিদেশে থাকে। ২০০৮ সাল থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা থাকলেও জটিল পদ্ধতি ও সময়সাপেক্ষ হওয়ায় তারা ভোট দিতে আগ্রহ দেখাননি। এ অবস্থার পরিবর্তন চায় প্রবাসী অধিকার আন্দোলন।
সংগঠনটির আহ্বায়ক নূরুল মোস্তফা খোকন জানান, অর্থনীতিতে প্রবাসীদের বিপুল অবদান থাকলেও ভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে তারা ভূমিকা রাখতে পারছেন না।
নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম বলেন, বর্তমানে বিশ্বের ১২০টি দেশ তাদের প্রবাসে থাকা জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করেছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারের সময় এ বিষয়টিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা সংহতি জানিয়ে বিক্ষোভ করেন। সংযুক্ত আরব আমিরাতেও বিক্ষোভ হয়েছে। এতে সে দেশের সরকার ৫৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়। পরে বাংলাদেশ সরকারের অনুরোধে তাদের ক্ষমা করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এ প্রবাসীদের সে দেশেই কাজের সুযোগ দেওয়ার আহ্বান জানান সংগঠনের নেতারা।