ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রেস্টুরেন্টের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

রেস্টুরেন্টের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার

উত্তরার কিংফিশার রেস্টুরেন্ট ও বারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:৩৯

রাজধানীর উত্তরার কিংফিশার রেস্টুরেন্ট ও বারের সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ অবৈধ বিয়ার ও বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন– এমরান হোসেন ওরফে বাবু ও আলমগীর কবির।

ডিএনসি ঢাকা মহানগর উত্তরের সহকারী পরিচালক রাহুল সেন সমকালকে জানান, একটি অপরাধী চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় বেপরোয়াভাবে মাদক কারবার চালিয়ে আসছিল। চক্রের অন্যতম এবং কিংফিশার রেস্টুরেন্টের মালিক মোক্তার হোসেন বিদেশে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মামলায় তাকে আসামি করা হয়েছে।

ডিএনসি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে উত্তরার গরীবে নেওয়াজ এভিনিউয়ে রেস্টুরেন্ট ভবনের নিচতলার সাবস্টেশন সংলগ্ন একটি বড় আকারের সেপটিক ট্যাংকে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১ হাজার ২০৮ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এ ছাড়া ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। অভিযানের সময় সেলিম আলী নামে একজন বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে পালিয়ে যান। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসি ঢাকা উত্তরের উপপরিচালক শামীম আহম্মেদ।
 

আরও পড়ুন

×