ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঘন কুয়াশায় অন্য দেশে ফ্লাইট অবতরণ

ভোগান্তি এড়াতে তিন বিমানবন্দরের সময়সূচি পরিবর্তন

ভোগান্তি এড়াতে তিন বিমানবন্দরের সময়সূচি পরিবর্তন

ফাইল ছবি

শহিদুল আলম

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২১:২৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২২:১৫

শীতে মওসুমে ঘন কুয়াশায় ঢাকাগামী ফ্লাইটকে প্রায়ই অন্য দেশে অবতরণ করতে হয়। এতে একদিকে যেমন ভোগান্তির শিকার হন যাত্রীরা, অন্যদিকে ১০ হাজার ডলার বা প্রায় ১২ লাখ টাকা অবতরণ ফি গুনতে হয় সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে। এই ভোগান্তি ও খরচ এড়াতে দেশের তিন বিমানবন্দরের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে নতুন সূচি অনুযায়ী ফ্লাইট ওঠানামা করবে। আজ রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এসব তথ্য জানা গেছে। 

বিমানবন্দরগুলো হলো- চট্টগ্রামের শাহ আমানত, সিলেট ওসমানী ও কক্সবাজার বিমানবন্দর। বেবিচক কর্মকর্তারা বলেন, শাহ আমানত সপ্তাহে চারদিন ফ্লাইট অবতরণের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে। সপ্তাহে তিনদিন খোলা থাকবে সিলেট ওসমানী বিমানবন্দর। এছাড়া সকাল সোয়া ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ফ্লাইট ওঠানামার জন্য খোলা থাকবে সাগর পাড়ের কক্সবাজার বিমানবন্দর।  

বেবিচকের এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের (এটিএম) প্রধান (সদস্য) এয়ার কমোডর জিয়াউল হক সমকালকে জানান, ঘন কুয়াশায় বিপদে পড়ে ভারত ও মিয়ানমারে জরুরি অবতরণ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ফ্লাইট। জরুরি অবতরণের জন্য অনুমতি নিতে হয়। ফলে ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইটের মধ্যে অপেক্ষা করতে হয় যাত্রীদের। তাছাড়া জরুরি অবতরণ ফি হিসাবে ১০ হাজার ডলার গুনতে হয় সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে।  

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, আগামী শীতকে কেন্দ্র করে পর্যটকদের সুবিধার জন্যই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দরগুলোতে এ নতুন ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন

×