ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাকা রোড রানার্স রান ফেস্ট ২০২৪ অনুষ্ঠিত

ঢাকা রোড রানার্স রান ফেস্ট ২০২৪ অনুষ্ঠিত

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪ | ১৭:১৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ | ১৮:০০

রাজধানীর হাতিরঝিলে ঢাকা রোড রানার্স রান ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রান সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওই ইভেন্টে প্রায় দেড় সহস্রাধিক দৌঁড়বিদ অংশ নেন। 

এছাড়াও সেন্টারের প্রায় তিন শতাধিক ভলান্টিয়ার, ঢাকা রোড রানার্সের সদস্যরা এবং বিপুল সংখ্যক দর্শনার্থী ইভেন্টটি উপভোগ করেন। 

প্রতিযোগিতায় ৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে (পুরুষ) প্রথম হন এম ডি অলি উল্লাহ এবং হামিদা আক্তার মহিলা ক্যাটাগরিতে প্রথম হন। ১৫ কিলোমিটারের পুরুষ এবং মহিলা ক্যাটাগরিতে প্রথম হন যথাক্রমে এলাহী সরদার এবং সাবরিনা আক্তার স্বর্ণা।

২১.১ কিলোমিটার অর্থাৎ হাফ ম্যারাথনে পুরুষ এবং মহিলা বিভাগে প্রথম হয়েছেন যথাক্রমে এম ডি আসিফ বিশ্বাস এবং সাদিয়া সাওলিন সিগমা। ইভেন্টটিতে স্পন্সর হিসেবে ছিল বেন টেক কেমিক্যাল, ইউনিলিভার, দি একমি ল্যাবরেটরিজ, এন সি সি ব্যাংক, এন ডি ই। 

সকাল সাড়ে ৫টা থেকে শুরু হওয়া এই রান ফেস্ট শেষ হয় সকাল সাড়ে ৯টার দিকে। রান ফেস্ট চলার কারণে সমগ্র হাতিরঝিল উৎসবমুখর হয়ে পড়ে। আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় এই রান ফেস্ট। বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×