ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গুলশানে ডিজে পার্টিতে অভিযান, গ্রেপ্তার ২

গুলশানে ডিজে পার্টিতে অভিযান, গ্রেপ্তার ২

গ্রেপ্তার কামাল উদ্দিন ও আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪ | ১৮:১৫

রাজধানীর গুলশানের একটি আবাসিক হোটেলে ডিজে পার্টিতে অভিযান চালিয়ে মদ–বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা হলেন- কামাল উদ্দিন ও আরিফুল ইসলাম। 

আজ সোমবার গুলশান-২ নম্বর সেকশনের ৫০ নম্বর সড়কে ‘কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড’ হোটেলে এ অভিযান চালানো হয়। 

ডিএনসি ঢাকা মহানগর উত্তরের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, ডিএনসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দিনের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল সোমবার ভোরে ওই হোটেলে অভিযান চালায়। এ সময় ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই হোটেলে অশ্লীল ডিজে পার্টির আয়োজন করে আসছিলেন। অভিজাত শ্রেণির তরুণ–তরুণীরা তাতে অংশ নেয়। সেখানে অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করতেন গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

আরও পড়ুন

×