ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম শুরু

রাজধানীর তেজতুরী বাজার এলাকায় ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম শুরু

বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন ভূমি উপদেষ্টা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ | ২১:০৭

অনলাইনে রাজধানীর তেজতুরী বাজার মৌজার ভূমি উন্নয়ন কর আদায় পরিশোধ কার্যক্রম চালু করা হয়েছে। তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই কর পরিশোধ করা যাবে।

বুধবার ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ থেকেই কর পরিশোধ শুরু করেছেন তেজতুরী বাজার মৌজার ভূমি মালিকরা। করদাতাদের এ কাজে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা কারিগরি সহায়তা প্রদান করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা চলমান অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমকে সফল ও ফলপ্রসূ করতে মালিকদের দায়িত্বশীল ও সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

ভূমি উপদেষ্টা বলেন, ভূমিসেবা পুরোপুরি হয়রানিমুক্ত ও জনবান্ধব করতে নামজারি, ভূমি উন্নয়ন কর ও খতিয়ান সেবা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে। দেশে-বিদেশে যে কোনো স্থান থেকে ঘরে বসে বা কল সেন্টারের মাধ্যমে এসব সেবা গ্রহণ করা যাবে। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।

এদিকে ভূমিসেবা ক্যাম্পে কর পরিশোধ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন মালিকরা। অনলাইন সুবিধার কারণে সাধারণ মানুষ এ সেবা গ্রহণে আরও অনুপ্রাণিত হবে বলেও জানান তারা।

ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় ভূমি মালিকরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, উদ্বোধনের পর কর প্রদানকারী, ভূমি কুইজ বিজয়ী, ভূমি কর্মী ও অ্যাম্বাসেডরদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন ভূমি উপদেষ্টা। পরে তিনি নাগরিক ভূমিসেবা ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং আগত ভূমি মালিকদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন

×