ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৭ ডিসেম্বর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড শুরু

কার্যক্রম জানাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রেস কনফারেন্স 

৭ ডিসেম্বর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড শুরু

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ১১:৫০

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডসহ নিজেদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)। বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে কবি, লেখক, গবেষক ও সাংবাদিকরা ইনস্টিটিউট সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড এবং মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর অনুষ্ঠানমালা সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবহিত করতে আজকের এ প্রেস কনফারেন্স। উল্লেখ্য, এবারের অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ দ্বিতীয়বারের মতো আগামী ৭ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে। এসময় ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান লেখক, গবেষক ও সংবাদকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইতোমধ্যেই বেশকিছু কর্মসূচি হাতে নিয়েছে। প্রথমবার আয়োজিত ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ সারাদেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছর আয়োজিত লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডও উৎসবমূখর হবে বলে আশা করি। ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে এ লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা মাতৃভাষাচর্চা ও অনুশীলনে আরও সচেতন হবে বলে আমার বিশ্বাস। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাসহ অন্যান্য মাতৃভাষা চর্চার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করা হবে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিপন্ন ভাষা পুনরুদ্ধার, বিকাশ ও নথিবদ্ধকরণের কাজে এ প্রতিষ্ঠান নিয়োজিত আছে। আধুনিক, যুগোপযোগী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাতৃভাষা চর্চার গুরুত্ব অনস্বীকার্য বলে মনে করি।

ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (ভাষা, গবেষণা ও পরিকল্পনা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন, ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’-এর আয়োজনকে সফল করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তরিকতার ঘাটতি নেই। এ অনুষ্ঠানমালার সব ধরনের সংবাদ প্রচারের জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন।

ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশাসন, প্রচার, তথ্য ও জনসংযোগ) মো. আবদুল কাদেরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

×