শিক্ষার্থীদের অবরোধ: রাজধানীর সড়কে সড়কে তীব্র যানজট

মহাখালীর উভয় পাশে সড়কে যানবাহনের দীর্ঘ সারি। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১৮:৪৫
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে দিনভর সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থান নিয়ে সেখানকার সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরে আজ বিকেল ৪টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল শুরু হয়। তবে ব্যস্ততম সড়কগুলোতে এখনো রয়েছে দীর্ঘ যানজট।
রাজধানীর কুর্মিটোলা থেকে বনানী পর্যন্ত রাস্তায় গাড়ি আটকে থাকতে দেখা যায়। এছাড়া বনানী থেকে তেজগাঁও, মহাখালীর আমতলী থেকে জাহাঙ্গীর গেট এবং মহাখালী থেকে গুলশান পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
পলাশ হোসেন নামে এক যাত্রী বলেন, পুরো রাস্তা জ্যাম। গাড়ির চাকা ঘুরে না। বসে থাকলে সময় নষ্ট হবে। তাই হেঁটে চলে যাচ্ছি।
নাহিদা সুলতানা নামে এক যাত্রী বলেন, প্রায় দেড় ঘণ্টা গাড়িতে বসা। আরও কত সময় লাগবে জানি না। আর বসে থাকার ধৈর্য নেই। এখন হাঁটা ছাড়া উপায় নাই।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামিমুর রহমান সন্ধ্যায় সমকালকে বলেন, বিজয় সরণির পুরো সড়কজুড়েই এখনো যানজট রয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিছুটা যানজট আছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে।
উল্লেখ্য, আজ বিকেল সাড়ে ৩টার দিকে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয় ডাকা হয়। পরে বৈঠক করতে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন। ১২ সদস্যের এ দলে আছেন- মেহেদী হাসান, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ এবং নিরব হোসেন।
আন্দোলনকারী প্রতিনিধি দলের সদস্য হাবিব উল্লাহ রনি সমকালকে বলেন, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা। সেখান থেকে বিশ্ববিদ্যালয় করতে কমিশন গঠনসহ গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট আশ্বাস পেলে তারা কর্মসূচি স্থগিত রাখবেন। আর যদি সে ধরনের কোনো আশ্বাস সরকার না দেয়, তাহলে আলোচনা করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিগগির নতুন কর্মসূচির ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের দাবি
তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো —
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।
৩. এবং তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।
- বিষয় :
- যানজট
- মহাখালী
- রাজধানী
- তিতুমীর কলেজ
- অবরোধ