ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাকা পলিটেকনিক অধ্যক্ষকে নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীরা

ঢাকা পলিটেকনিক অধ্যক্ষকে নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৬:১৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ১৬:২৩

প্রায় এক মাস পর ক্যাম্পাসে প্রবেশ করেছেন ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। রোববার দুপুরের দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন।

তবে কলেজে প্রবেশ করার সময় কিছু শিক্ষার্থী অধ্যক্ষকে বাধা দেয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং অধ্যক্ষকে তার অফিসে পৌঁছে দেয়। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, বাধাদানকারীরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সমর্থিত। ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে তারা ভিন্ন ব্যানারে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

এদিকে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আজ (২৪-১১-২০২৪) রোজ রোববার আমি যখন বেলা ১২টার দিকে অফিসে যাই, তখন ছাত্রলীগ থেকে আগত কতিপয় সন্ত্রাসী আমার অফিসে প্রবেশে বাধা প্রধান করার চেষ্টা করে। পরে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ায় তারা ক্যাম্পাস থেকে পালিয়ে বাধ্য হয়। এর আগে এই সন্ত্রাসীরা বিভিন্ন কক্ষ ভাঙচুরের চেষ্টা চালায়। পরে সাধারণ শিক্ষার্থীদের গণপ্রতিরোধের মুখে এরা পালিয়ে যায়। এদের বিরুদ্ধে আগেই খানায় সাধারণ ডায়েরি করা ছিল। প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও মানসম্মত কারিগরি শিক্ষার প্রসারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সবার সাহায্য কামনা করছি।’

এর আগে অধ্যক্ষবিরোধী অংশ সাধারণ শিক্ষার্থীদের উপরও হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত করে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন কক্ষ ভাঙচুরের করে।

ঢাকা পলিটেকনিকের ইলেকট্রনিক্স শাখার পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী আরিফুল ইসলাম জানান, কলেজে একটি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে একটি সংগঠনের ব্যানারে কতিপয় শিক্ষার্থী অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং ‘তিনি আর কলেজে আসবেন না’ বলে জোরপূর্বক লিখিত স্বীকারোক্তি আদায় করেন। ওই সংগঠনের নেতাকর্মীরা গত ২৭ অক্টোবর কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে বড় কালো ব্যানারে ‘কালেমা তাইয়েবা’ লিখে টানিয়ে দেওয়ায় দেশি-বিদেশি বিতর্ক এড়াতে অধ্যক্ষ ওই ব্যানার অপসারণ করেন।

আরেকজন শিক্ষার্থী জানান, রোববার সমসাময়িক বিষয় এবং সামনের আসন্ন পর্ব সমাপনী পরীক্ষা নিয়ে আলোচনা করতে ক্যাম্পাসে অধ্যক্ষ উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থীরা তাকে বরণ করে নেয়। তবে কিছু নামধারী শিক্ষার্থী সেখানে এসে হামলা চালায়। তারা উপস্থিত শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্ন লাঠিসোঁটা, হাতুড়ি আর রড দিয়ে হামলা করে। এতে শাহীন, রাসেল, নাসিরসহ বেশ কয়েকজন আহত হন। তবে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধে উশৃঙ্খল শিক্ষার্থীরা পালিয়ে যাওয়ার সময় কলেজের বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে।

এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। ঢাকা পলিটেকনিক শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈকত করিম ইমন বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী আর সমর্থকরা বিভিন্ন সংগঠনের ব্যানারে সম্পৃক্ত হয়ে অরাজকতা তৈরির চেষ্টা করছে। এর পেছনে ইন্ধন রয়েছে আরেকটি ছাত্র-সংগঠনের। মূলত শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার জন্যই তারা শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীদের টার্গেট করেছে।

আরও পড়ুন

×