ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ঢাকার পাবলিক টয়লেটে সেবার মান বাড়ানোর উদ্যোগ

ঢাকার পাবলিক টয়লেটে সেবার মান বাড়ানোর উদ্যোগ

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০৩:৪২

ঢাকার উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনে পাবলিক টয়লেটের ইজারাদারদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ওয়াটারএইড বাংলাদেশ। 

এর অংশ হিসেবে শনিবার থেকে ২০ জন ইজারাদারের জন্য দুই দিনের কর্মশালার আয়োজন করা হয়। এতে ইজারাদারদের পাবলিক টয়লেট পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও অন্তর্ভুক্তিমূলক সেবা প্রদানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

ওয়াটারএইডের অ্যাডভোকেসি এক্সপার্ট নুরুন নাহার বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে পাবলিক টয়লেটে সেবার মান বাড়বে। নাগরিকরা স্বস্তি পাবেন। ওয়াটারএইডের কে এ আমিন জানান, ইজারাদারদের এই প্রশিক্ষণ শুধু কর্মপ্রক্রিয়া উন্নত করতেই নয়, বরং তাদের সহকর্মী ও টয়লেটের তত্ত্বাবধায়কদের মধ্যেও জ্ঞান ছড়িয়ে দিতে সহায়তা করবে।

ওয়াটারএইডের প্রোগ্রাম লিড বাবুল বালা বলেন, এ ধারাবাহিক কার্যক্রম বাংলাদেশের জনস্বাস্থ্যের মানোন্নয়ন ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন

×