ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রাজধানীতে ‘চলো হাঁটি: লেটস ওয়াক-ওয়াকাথন ২০২৪’ অনুষ্ঠিত

রাজধানীতে ‘চলো হাঁটি: লেটস ওয়াক-ওয়াকাথন ২০২৪’ অনুষ্ঠিত

একসঙ্গে প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দেন অংশগ্রহণকারীরা। ছবি: লেটস ওয়াক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ১৫:৩৬

রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘চলো হাঁটি: লেটস ওয়াক-ওয়াকাথন ২০২৪’। এ উপলক্ষে রোববার সকালে উত্তরার রবীন্দ্রসরণির মুক্তমঞ্চ থেকে শুরু করে সোনারগাঁ পর্যন্ত হাঁটেন অংশগ্রহণকারীরা। এবারের ওয়াকাথনের আয়োজক ছিল লেটস ওয়াক ও রোটারি ঢাকা অবনী।

স্বাস্থ্য সচেতনতা ও সক্রিয় জীবনের বার্তা নিয়ে ওয়াকাথনে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। একসঙ্গে প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দেন অংশগ্রহণকারীরা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক পলিসি রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান এবং ইউএইচসি ফোরামের আহ্বায়ক ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, হাঁটাহাঁটি শুধু শারীরিক সুস্থতার নয়, বরং মানসিক প্রশান্তিরও চাবিকাঠি। সমাজে সুস্থ, সক্রিয় জীবনধারা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিটি গ্রুপের বিপণন ও বিক্রয় বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী। তিনি বলেন, এই আয়োজন কেবল একটি ওয়াকাথন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। সক্রিয় সমাজ গড়ার জন্য আমাদের সবাইকে এই ধরনের উদ্যোগে অংশ নিতে হবে।

চলো হাঁটি ওয়াকাথনের আয়োজন লেটস ওয়াকের ফাউন্ডার ও চেয়ারম্যান অধ্যাপক ডা. অনুপম হোসেন বলেন, আগামী তিন মাসের মাঝে ঢাকা শহরে আরও চারটি অঞ্চলে ওয়াকাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে লেটস ওয়াকের পক্ষ থেকে। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তেও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে ওয়াকাথন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যমুনা টিভি সিইও ফাহিম আহমেদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেবিল টেনিস খেলোয়াড় ও সংগঠক জোবেরা রহমান লিনু।

আয়োজকরা বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ছিল হাঁটাহাঁটির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শারীরিক-মানসিক সুস্থতার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো। সার্বিকভাবে, এই ওয়াকাথন জীবনে ইতিবাচক পরিবর্তনের দৃঢ় আকাঙ্ক্ষা জাগ্রত রাখার লক্ষ্য রেখে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সচেতনতা ছড়িয়েছে।

আরও পড়ুন

×