রাজধানীতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ ২ বোন

নিখোঁজ দুই বোন। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪ | ০২:০৬
রাজধানীর শনির আখরার জাপানি বাজার থেকে ১১ ও ১৭ বছর বয়সী আপন দুই বোন নিখোঁজ হয়েছে। রোববার রাতে তাদের বাবা জানান, শনিবার দুপুরে নানি ও খালাকে বাসে উঠিয়ে দিতে বাসা থেকে বের হয় তারা। কিন্তু এর পর আর বাড়িতে ফেরেনি।
তিনি বলেন, আমার সঙ্গে কারও শত্রুতা নেই। এই এলাকায় দীর্ঘদিন বাস করছি। মূল সড়ক থেকে বাসা পাঁচ মিনিটের পথ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, নানি-খালাকে বাসে উঠিয়ে দিয়ে বাসার গলিতে এসেছে তারা। গলির মাঝামাঝি আসার পর সিসিটিভিতে তাদের আর দেখা যায়নি।
সহোদর বোন নিখোঁজের ব্যাপারে কদমতলী থানার এসআই রুহুল আমিন সমকালকে বলেন, জিডি হওয়ার পর থেকেই কাজ শুরু করেছি। কিন্তু তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। এই গলি থেকে তারা কীভাবে নিরুদ্দেশ হয়ে গেল, সেটা তদন্তসাপেক্ষে বলা যাবে।