রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল, ঘিরে রেখেছে যৌথবাহিনী

কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা। ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৫:৩৩ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৭:৩২
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করেছে। ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংটি ঘিরে রেখেছে।
বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকজন গ্রাহককে জিম্মি করে রেখেছে ডাকাতরা। জিম্মিদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে। যে কোনো সময় অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তারা।
চুনকুটিয়া এলাকার বাসিন্দা মোতালিব হোসেন বলেন, দুপুরের দিকে হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাক-চিৎকার শুনে আমরা দৌঁড়ে যাই। এ সময় ডাকাত দল ভবনের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা কেঁচিগেইট তালা দিয়ে দেয়। আমরা দ্রুত থানায় তথ্য জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর র্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানিয়েছেন, বিভিন্ন বাহিনীর মধ্যে আলোচনা চলছে। অবিলম্বে অভিযান পরিচালনা করা হবে।