ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘নিঃশ্বাস নেওয়ার’ জায়গা পূর্বাচলে নিরাপত্তা হুমকি

‘নিঃশ্বাস নেওয়ার’ জায়গা পূর্বাচলে নিরাপত্তা হুমকি

.

অমিতোষ পাল ও ইন্দ্রজিৎ সরকার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ | ০০:৫৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ | ০৮:৫৪

একটু স্বস্তি পেতে যান্ত্রিক শহর ছেড়ে খোলামেলা জায়গায় বেড়াতে পছন্দ করেন অনেকে। রাজধানীবাসীর কাছে সাম্প্রতিক সময়ে আকর্ষণীয় হয়ে উঠেছে ৩০০ ফুট সড়ক। কুড়িল থেকে রূপগঞ্জের কাঞ্চন সেতু পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন এই সড়কের দু’পাশে গড়ে উঠেছে মার্কেট, দোকানপাট ও রেস্তোরাঁ। খাবার হোটেলের জন্য ‘খ্যাতি’ পাওয়ায় সন্ধ্যার পরই সেখানে ভিড় জমে। বিশেষ করে উঠতি বয়সীদের আড্ডা চলে রাতভর। তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় মাঝেমধ্যে সড়কে ঘটে দুর্ঘটনা। কোনো সিগন্যাল বা প্রতিবন্ধক না থাকায় অনেক সময় এখানে চলে গতির প্রতিযোগিতা। ছিনতাইসহ নানা অপরাধও ঘটছে সেখানে।

পূর্বাচলমুখী ৩০০ ফুট সড়কে শোঁ শোঁ করে ছোটে গাড়ি। যানের গতি নিয়ন্ত্রণে দেখার যেন কেউ নেই। এই উপশহরে গত তিন দিনে সড়কে প্রাণ ঝরেছে পাঁচজনের। আর পাঁচ বছরে এই সড়কে মৃত্যুর সংখ্যা ৭০। এ ছাড়া গত আট বছরে পূর্বাচলে মিলেছে ২১ জনের লাশ। তাদের বেশির ভাগই হত্যার শিকার।

গত শুক্রবার ভোরে এই সড়কে নেভে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মোহতাসিম মাসুদের প্রাণ। তাঁর সঙ্গে থাকা দুই বন্ধু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাদের বাইকে ধাক্কা দেওয়া প্রাইভেটকারের চালকসহ তরুণদের মাদক সেবনের প্রমাণ মিলেছে। এই দুঃসংবাদের পরই ফের আলোচনার খাতা খুলেছে উপশহর পূর্বাচল।

এলাকার খালি প্লটে গড়ে উঠেছে কিছু অবৈধ স্থাপনা। বিশাল এলাকায় মাঝেমধ্যে উঠে গেছে বহুতল ভবন। রাত নামলে সেগুলোতে আলো জ্বললেও অন্যান্য জায়গায় থাকে ঘুটঘুটে আঁধার। সেই অন্ধকারে ঘটে নানা অপরাধ। ছুটির দিনগুলোতে পূর্বাচলে বহিরাগতদের ভিড় জমে। প্রতিদিনই উঠতি বয়সীদের অবাধ যাতায়াত দেখা যায়। বিশেষ করে এসব তরুণ-তরুণীর বাহন হিসেবে থাকে মোটরসাইকেল। অনেকে ব্যক্তিগত গাড়ি চেপেও যান। বেপরোয়া গতিতে বেশির ভাগ  গাড়ি চলায় বিশেষ করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এই সড়ক হয়ে ওঠে ভয়ংকর। ধনীর দুলালরা দামি গাড়ি নিয়ে সর্বনাশা গতির নেশায় মাতে। এতে দুর্ঘটনায় প্রায়ই ঘটছে প্রাণসংহার। 

গতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদারকিও কম। দুয়েকটি চেকপোস্ট থাকলেও বেশির ভাগ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা যায় না।

বিভিন্ন সময়ে পূর্বাচলে লাশ পাওয়ার একাধিক ঘটনা ঘটলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এ নিয়ে মাথাব্যথা নেই। প্রয়োজনীয় নাগরিক সুবিধা না থাকায় প্লট বরাদ্দ পেয়েও অনেকে ঘরবাড়ি তৈরি করছেন না। সরকারি স্থাপনার জন্য বরাদ্দ প্লটে কোনো কার্যক্রম নেই। শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে ওঠেনি। অনেক প্রাতিষ্ঠানিক প্লটের বরাদ্দ এখনও বাকি। কূটনৈতিক মিশনগুলোর জন্য বরাদ্দ দেওয়া প্লটও ফাঁকা। দুটি থানার জন্য জায়গা নির্ধারিত হলেও আর কোনো অগ্রগতি নেই। 

স্থানীয় বাসিন্দা আবদুর রউফ বলেন, কিছু বখাটে ধনীর দুলাল এখানে প্রায়ই এসে পরিবেশ নষ্ট করছে। প্রধান সড়ক ছাপিয়ে ভেতরের উপসড়কগুলোতেও তাদের অবাধ বিচরণ। তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস এলাকাবাসীর নেই। পুরো প্রকল্পের কাজ শেষ করে অবকাঠামো তৈরি হলে অবস্থার বদল হতে পারে। এর আগে পুলিশ প্রশাসনের তদারকি বাড়ানো প্রয়োজন।

রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্পের পরিচালক নুরুল ইসলাম বলেন, পূর্বাচলে দুটি থানা করার জন্য দুটি প্লট নির্ধারণ করা আছে। একটি হলো পূর্বাচল উত্তর, আরেকটি পূর্বাচল দক্ষিণ। এর মধ্যে উত্তরের (গাজীপুরের কালীগঞ্জ অংশ) থানার জায়গাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুঝে নিয়েছে। তবে দক্ষিণের (নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশ) প্লটটি বুঝে নেয়নি। আর সড়কে দুর্ঘটনা ঘটলে সেখানে রাজউকের কিছু করার আছে বলে মনে হয় না; বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিআরটিএ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারবে। 

পাঁচ বছরে দুর্ঘটনায় ৭০ মৃত্যু
পরিসংখ্যান বলছে, ৩০০ ফুট সড়কে গত পাঁচ বছরে দুর্ঘটনায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু গত বছরই ১২ জন মারা গেছেন। গত তিন দিনে মৃত্যু হয়েছে পাঁচজনের।

গত শুক্রবার ভোরে বুয়েটছাত্র মোহতাসিম মাসুদের মৃত্যুর আগে ১৮ ডিসেম্বর ভূঁইয়াবাড়ি সেতুর সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবদুর রউফ ও শিপন নামে দু’জন নিহত হন। ১৭ ডিসেম্বর এ সড়কের পাশের লেক থেকে সুজানা নামে ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। পরদিন সকালে একই স্থানে তাঁর বন্ধু সাইনুর রশিদ কাব্যর লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এর আগে ৮ ডিসেম্বর ৩০০ ফুট সড়কে মুরগি বহনকারী একটি গাড়ির ধাক্কায় সাকিবুল হাসান সাকিব নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এই সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর কারণেই বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। দুই সপ্তাহ ধরে পুলিশ নীলা মার্কেট এলাকায় মাঝের লেনে চৌকি বসিয়ে তল্লাশি করছে। তবে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় শনিবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের সহায়তায় যৌথভাবে তল্লাশি করা হচ্ছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলছে এ কার্যক্রম। 

পুলিশ জানায়, চলন্ত গাড়ির গতি মাপতে ব্যবহৃত ‘স্পিড গান’ এ মুহূর্তে থানা পুলিশের কাছে নেই। তাই কোনো যানবাহনের গতি মেপে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এখন ৩০০ ফুট সড়কের কাঞ্চন ব্রিজ পর্যন্ত কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ সড়কে প্রবেশের ক্ষেত্রে গাড়ির ওজন ও আকার নির্ধারণ এবং গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে গত ১৬ অক্টোবর মধ্যরাতে এই সড়কে বিশেষ অভিযান চালায় যৌথ বাহিনী। তখন ৮১ গাড়ির বিরুদ্ধে ১ লাখ ৪১ হাজার টাকার মামলা, ৯ মোটরসাইকেল জব্দ এবং পাঁচ মোটরসাইকেল চালককে আটক করা হয়। সেনাবাহিনী, ট্রাফিক ও থানা পুলিশ ওই অভিযান চালায়। 

আট বছরে ২১ লাশ 
সড়কসংলগ্ন নিরিবিলি পূর্বাচল এলাকায় ঘটছে হত্যাকাণ্ডও। এ ছাড়া এই সড়কের বিভিন্ন পয়েন্টে মাঝেমধ্যে ছিনতাইকারীর খপ্পরে পড়ে সর্বস্ব খোয়াচ্ছে মানুষ। 
বিশেষ করে অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যাওয়া হয় এই এলাকায়। গত আট বছরে এমন ২১ লাশ উদ্ধার করেছে পুলিশ। অনৈতিক সম্পর্কের জেরে শিল্পপতি জসীম উদ্দিনকে হত্যার পর লাশ টুকরা টুকরা করে ফেলা হয় পূর্বাচলে। গত ১৩ নভেম্বর সকালে পূর্বাচলের ৫ নম্বর সেক্টরের একটি লেক থেকে লাশের টুকরাগুলো উদ্ধার করে পুলিশ। গত ২৪ সেপ্টেম্বর পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচ থেকে কাপড়ে মোড়ানো মানুষের কঙ্কাল পাওয়া যায়। এর আগে গত বছরের ৭ জুলাই পূর্বাচলের ১৯ নম্বর সেক্টর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। একই বছরের ২৪ আগস্ট ২০ নম্বর সেক্টর এলাকার সবজি ক্ষেতে পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল্লাহ আল মামুনের লাশ।

আরও পড়ুন

×