ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সচিবালয়ে আগুন: বিজিবি মোতায়েন, কাজ করছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও

সচিবালয়ে আগুন: বিজিবি মোতায়েন, কাজ করছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪ | ০৪:২৫ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ | ০৫:০৪

রাজধানীতে বাংলাদেশ সচিবালয়ের একটি ভবনে আগুন লেগেছে। বুধবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে এই আগুন লাগে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট। ভবনের নিরাপত্তা ও উদ্ধার কাজে সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার রাত রাত ৩টার দিকে বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে জানা গেছে, আগুন লাগার খবর জানার পর ফায়ার সার্ভিস ও বিজিবির সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরাও সেখানে কাজ করছেন। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন

×