ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

স্ট্রোক করে বাসায় পড়ে ছিলেন প্রকৌশলী, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

স্ট্রোক করে বাসায় পড়ে ছিলেন প্রকৌশলী, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

অসুস্থ প্রকৌশলীকে পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৩:৪৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ | ১৩:৫২

রাজধানীর খিলগাঁওয়ে বাসায় স্ট্রোক করে অবশ হয়ে পড়ে ছিলেন এক বৃদ্ধ। তাঁর কোনো সাড়া না পেয়ে সোমবার বিকেলে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল করে বিষয়টি জানান প্রতিবেশী। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অসুস্থ ব্যক্তি বিআইডব্লিউটিএর অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী বলে জানা গেছে।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, সোমবার বিকেলে খিলগাঁওয়ের গোড়ান সিদ্দিকবাজার এলাকার হাড়ভাঙ্গা মোড় থেকে একজন ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তাদের প্রতিবেশী এক অসুস্থ ব্যক্তি একা থাকেন। রোববার থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। গতকালও তারা বৃদ্ধের বাসার দরজায় অনেকক্ষণ নক করেছেন কিন্তু সাড়া পাননি। কলার জরুরি পুলিশি সহায়তার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল জিয়াউর রহমান। পরবর্তীতে কলার ও উদ্ধার সংশ্লিষ্ট পুলিশ দলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডেসপাচার এসআই মহিউদ্দীন মুন্না।

জনসংযোগ কর্মকর্তা জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে খিলগাঁও থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে জানা যায়, স্ট্রোক করার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং নড়াচড়া করতে পারছিলেন না। পুলিশ দল যাওয়ার পর তিনি উঠে বসেন কিন্তু নড়াচড়া করতে পারছিলেন না।

আরও পড়ুন

×