অনশনে অসুস্থ তিতুমীরের ২ ছাত্র ঢাকা মেডিকেলে ভর্তি

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫ | ২৩:০১
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে অনশনরত দুই ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার বিকেলে তাদের অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থরা হলেন, তিতুমীর কলেজের ম্যাথমেটিক্স বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ রায়হান (২৩) ও বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র রানা আহমেদ (২২)।
বর্তমানে তারা ঢামেকের নতুন বিল্ডিংয়ের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় তিতুমীর কলেজের সামনে অনশন অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়েন। রাত ৮টা ৩৫ মিনিটে তাদের সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
- বিষয় :
- তিতুমীর কলেজ
- ঢাকা মেডিকেল কলেজ