ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এবার কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

এবার কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:২৫ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৩৭

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার রাত পৌনে ১টার দিকে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম সমকালকে জানান, রাত ১২টা ৪৪ মিনিটে আগুন লাগার খবর জানতে পারি। সেখানে আমাদের প্রথম ইউনিট পৌঁছায় ১২টা ৫২ মিনিটে। বর্তমানে আমাদের আট ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এই মিডিয়া কর্মকর্তা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টা দিকে রাজধানীর খিলগাঁওয়ের স’মিল ও গাড়ির গ্যারেজে আগুন লাগে। দুই ঘণ্টার চেষ্টায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট খিলগাঁওয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন

×